উদ্দীপকের প্রদত্ত ফসলগুলাে চাষের উপযােগী মাটির প্রকারভেদ অনুযায়ী তালিকা তৈরি কর।

উদ্দীপকের প্রদত্ত ফসলগুলাে চাষের উপযােগী মাটির প্রকারভেদ অনুযায়ী তালিকা তৈরি কর।

উত্তর: উদ্দীপকের প্রদত্ত ফসলগুলো চাষের উপযোগী মাটির প্রকারভেদ অনুযায়ী তালিকা তৈরি করা হলো-

আলু চাষঃ আলু চাষের জন্য বেলে দোআঁশ মাটি উপযোগী। বেলে দোআঁশ মাটি হালকা প্রকৃতির হয়ে থাকে।

গম চাষঃ গম চাষের জন্য উঁচু ও মাঝারি জমি বেশি উপযোগী। তবে মাঝারি নিচু জমিতে গম চাষ করা যায়। দোআঁশ মাটি এবং বেলে দোআঁশ মাটি গম চাষের জন্য উপযোগী।

পাট চাষঃ পাট চাষের জন্য উঁচু এবং মাঝারি উঁচু জমি বেশি উপযোগী। দোআঁশ মাটি পাট চাষের উপযুক্ত।

তরমুজ চাষঃ তরমুজ চাষের জন্য বেলে মাটি উপযুক্ত। বেলে মাটিতে প্রচুর কম্পোস্ট, গোবর ও সবুজ সার প্রয়োগ করে তরমুজ চাষ করা হয়।

বাদাম চাষঃ বাদাম চাষের জন্য উপযুক্ত মাটি হল বেলে মাটি। বেলে মাটিতে বালি, পলি ও কর্দম কনা মিশ্রিত থাকে।

বাঁধাকপি চাষঃ বাঁধাকপি চাষের জন্য উপযুক্ত মাটি এঁটেল মাটি। এঁটেল মাটিতে শতকরা ৪০ ভাগ কর্দম কণা থাকে।