উদ্দীপকে উল্লেখিত শান্তর থেকে বাঁচার জন্য পশম বা উল এর কাপড় পরা উচিত ছিল।
পশম তাপ কুপরিবাহী, নমনীয়, স্থিতিস্থাপক, কুঞ্জন প্রতিরোধের ক্ষমতা এবং অর রং ধারণ ক্ষমতা রয়েছে।
কোন বা পশমের কাপড় এর তন্তুর মাঝে ফাঁকা জায়গা থাকে যেখানে বাতাস আটকে থাকতে পারে।
বাতাস তাপ অপরিবাহী তাই পশমের কাপড় তাপ কুপরিবাহী।
পশম বা উলের কাপড় পড়ে থাকলে শীতের দিনে শরীর থেকে তাপ বেরিয়ে যেতে পারে না তাই আমরা গরম অনুভব করি।
স্টাইল উদ্দীপকে উল্লেখিত শান্ত শিক্ষাকে বাঁচার জন্য পশমের কাপড় পরা উচিত ছিল।
ক. স্লিভার কাকে বলে?
খ. নাইলনকে নন সেলুলােজিক তন্তু বলা হয় কেন ব্যাখ্যা কর।