গ্রিন হাউস কৌশল বাস্তবায়নের শর্তগুলি লিখ?

গ্রিন হাউস কৌশল বাস্তবায়নের শর্তগুলি লিখ? Class 8 Agricultural Science 3rd week solution

গ্রিন হাউস কৌশল কি

গ্রীন হাউজ হল ফসলের বীজতাত্ত্বিক গুণগতমান পরিবর্তন না করেই উন্মুক্ত মাঠে ফসল উৎপাদন না করে একটি বদ্ধ ঘরে কৃত্রিম উপায়ে পর্যাপ্ত আলো, উত্তাপ ও বায়ুর আদ্রতা বজায় রেখছে কাঙ্খিত ফসল উৎপাদন করা।

গ্রিন হাউস কৌশল বাস্তবায়নের শর্তসমূহ :

গ্রিন হাউস কৌশল বাস্তবায়নের জন্য তিনটি শর্ত রয়েছে। গাছের গুণগত মান ও সুষম পুষ্টি সরবরাহের জন্য নিচের তিনটি শর্ত বাস্তবায়ন করা প্রয়োজন:

প্রথম শর্ত: গ্রিন হাউস কৌশল বাস্তবায়নের প্রথম শর্তটি হলো ফসলের পরিবেশ ও পুষ্টি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা। কারণ বদ্ধ ঘরে যদি ফসলের জন্য উপযুক্ত পরিবেশ এবং গাছের ধরণ অনুযায়ী পুষ্টি সম্পর্কিত জ্ঞান না থাকে তাহলে গ্রিন হাউস কৌশল আশানুরূপ ফল নাও দিতে পারে।

দ্বিতীয় শর্ত : গ্রীন হাউজ কৌশল বাস্তবায়নের দ্বিতীয় শর্তটি হল গাছের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি ও পুষ্টি সরবরাহের জন্য প্রয়োজনীয় যান্ত্রিক ব্যবস্থা স্থাপন করা এবং সেগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করা।

তৃতীয় শর্ত : গ্রীন হাউজ কৌশলের তৃতীয় এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ শর্ত হলো নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা করা।

গ্রিন হাউস পদ্ধতিতে ফসল উৎপাদন খুবই ব্যায় সাপেক্ষ, এর মাধ্যমে বেশি ফসল উৎপাদন করা যায় না। তাছাড়া এই পদ্ধতিতে সকল ফসল উৎপাদন সম্ভব নয়।