কিভাবে সেচের পানি অপচয় হয়?

ক্লাস ৭ম / সেভেন / সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কৃষি শিক্ষা এসাইনমেন্টের প্রশ্ন। ফলগাছের গােড়ায় এবং শাকসবজির ক্ষেতে কোন কোন পদ্ধতিতে সেচ দেওয়া হয়? রুট সটক ও সায়ন বলতে কী বুঝ?

কিভাবে সেচের পানি অপচয় হয়?

Assignment Question Of Agriculture / Krishi Sikkha For Class Seven Students. How is irrigation water wasted? What are the methods of irrigation of fruit trees and vegetable fields? What do you mean by route stak and Sion?

আমাদের দেশে পানির ব্যবহার এখনও পরিকল্পিতভাবে করা হয় না। পানিকে সবচেয়ে সহজলভ্য ভেবে যে যেভাবে ইচ্ছে তা ব্যবহার করে। এর ফলে যা হচ্ছে তা হল বিশুদ্ধ পানিকে আমরা নিয়মের বাইরে গিয়ে যে যার মতো তুলছি এবং ভূগর্ভস্থ পানির অপচয় বাড়াচ্ছি। পানির অপরিকল্পিত ব্যবহারে ভূগর্ভস্থ পানির স্তর খালি হচ্ছে তা কিন্তু নয়। এর সঙ্গে দূষণের একটি বড় স¤পর্কও রয়েছে। পানির দূষণের হার ও পানির দূষণের কারণ যখন দুটোই বেড়েছে তখন পানি নিয়ে ভাবনা কিন্তু আমাদের বাড়াতেই হবে।

সেচ কাজে পানির ব্যবহার আমাদের দেশে প্রচুর। কৃষিপ্রধান দেশ বাংলাদেশের চারপাশে নদী থাকার কারণে পানির পর্যাপ্ততা ও পানির স্বাদ দুই-ই বেশি। কিন্তু শুকনো মৌসুমে পানির চাহিদা পূরণের মাধ্যম একটিই- তাহলো ভূগর্ভস্থ পানি। প্রযুক্তির কারণে পানি না পেলেই আমরা আরও গভীর নলকূপ বসাই। একসময় পানিকে পাওয়ার জন্য হাজার হাজার ফুট নিচেও আমরা পানির নলকূপ বসাই। আর যাচ্ছেতাইভাবে পানি তুলে তা ফেলে দেই।

পানির অপচয় রোধ করতে ও ভূগর্ভস্থ পানির যত্নে মনোযোগী হওয়ার জন্য হলেও বিষয়গুলো নজরে আনা প্রয়োজন। এক বিঘা জমিতে কী পরিমাণ পানি লাগবে এবং কী পরিমাণ পানি হলে তা অপচয় হবে বিষয়গুলো ঠিক করে দিতে হবে। শুকনো মৌসুমে যে পানি তোলা হয় তা খালে গিয়ে পড়ে চলে যায় নদীতে। পানি জমিয়ে রাখার ব্যাপারেও কাজ করা যেতে পারে। বৃষ্টির পানি ধরে রেখে কৃষিতে ব্যবহারের পরিকল্পনাও প্রয়োজন। আশা করি পানি উন্নয়ন বোর্ড, কৃষি মন্ত্রণালয় এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে।