মনে করো তুমি মাহিন / মোহনা । তোমার খেলার সাথী সাজিদ / সাজেদা করোনা ভাইরাসে আক্রান্ত হলে তোমার মনের অবস্থা জানিয়ে বন্ধু নাফিস/ নাফিসা কে একটি চিঠি লেখ

মনে করো তুমি মাহিন / মোহনা । তোমার খেলার সাথী সাজিদ / সাজেদা করোনা ভাইরাসে আক্রান্ত হলে তোমার মনের অবস্থা জানিয়ে বন্ধু নাফিস/ নাফিসা কে একটি চিঠি লেখ

প্রিয় নাফিস / নাফিসা,
আমার প্রীতি ও ভালোবাসা নিশ। আশা করি আল্লাহর রহমতে ভালো আছিস। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সম্প্রতি জানতে পারলাম আমার খেলার সাথী সাজিদ/ সাজেদা করোনা ভাইরাসে আক্রান্ত। খবরটি শুনে আমার মন খারাপ হয়ে গিয়েছিল। তবে আশার কথা এই যে ওর শারীরিক অবস্থা অনেকটা ভালো আছে। ডক্টরের পরামর্শ অনুযায়ী বাসাতেই ট্রিটমেন্ট নিচ্ছে। সাজিদ / সাজেদার পরিবারের সাথে কথা বলে বিষয়টি জানতে পেরেছি। তাছাড়া সাজিদ/ সাজেদার সাথে যোগাযোগ করেছি এবং ওকে সাহস দিয়েছি। শারীরিক ও মানসিক অবস্থা ঠিক রাখার জন্য বন্ধুকে ওষুধের পাশাপাশি পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দিয়েছি। প্রথমে ওর অসুস্থতার কথা শুনে আমার মনের অবস্থা কিছুটা দুর্বল হয়ে পড়েছিল। পরবর্তীতে আমার পরিবারের সদস্যরা আমাকে সান্ত্বনা দিলেন এবং করোনা পরিস্থিতিতে নিজের শারীরিক এবং মানসিক অবস্থা ঠিক রাখার জন্য পরামর্শ দেওয়ার পাশাপাশি বন্ধুর জন্য পরম করুনাময় মহান আল্লাহতালার কাছে দোয়া করতে বললেন।

আমার বন্ধু সাজিদ / সাজেদার জন্য দোয়া করিস যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমার ও পরিবারের জন্য দোয়া করিস। মহান আল্লাহ যেন তোকে ও তোর পরিবারের সকলে সুস্থ এবং করোনা ভাইরাস থেকে হেফাযতে রাখেন।

ইতি
তোর বন্ধু মাহিন / মোহনা