অণু
- অণু মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা।
- অণু স্বাধীনভাবে মুক্ত অবস্থায় থাকতে পারে।
- অণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণের পূর্বে অণু পরমাণুতে বিশ্লিষ্ট হয়।
- পৃথিবীতে যৌগিক পদার্থের সংখ্যা অসংখ্য বলে অণুর সংখ্যাও অসংখ্য।
- অণুকে ভাঙলে একই বা ভিন্ন মৌলের পরমাণু পাওয়া যায়।
পরমাণু
- পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা।
- সাধারণত পরমাণু স্বাধীনভাবে মুক্ত অবস্থায় থাকতে পারে না, তবে কোনো কোনো মৌলিক পদার্থের পরমাণু স্বাধীনভাবে থাকতে পারে। যেমন—হিলিয়াম, নিয়ন, আর্গন ইত্যাদি।
- পরমাণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে।
- বিভিন্ন প্রকার পরমাণুর সংখ্যা সীমিত। এ পর্যন্ত ১১১ প্রকারের পরমাণু আবিষ্কৃত হয়েছে।
- পরমাণুকে ভাঙলে ওই মৌলের আর অস্তিত্ব থাকে না।
অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য লিখ
অণু | পরমাণু |
১. মৌলিক ও যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে ঐ পদার্থের সকল বৈশিষ্ট্য বিদ্যমান থাকে তাই অণু। | ১. মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হল পরমাণু। |
২. অণুর স্বাধীন সত্তা আছে। | ২. পরমাণুর স্বাধীন সত্তা নেই। |
৩. অণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। | ৩. পরমাণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। |
৪. অণুতে মৌলিক ও যৌগিক পদার্থের ধর্ম বিদ্যমান থাকে। | ৪. পরমাণুতে মৌলিক পদার্থের ধর্ম বিদ্যমান থাকে। |
৫. অণুর উপাদান অসীম। | ৫. পরমাণুর উপাদান ১১৪টি। |
আরও দেখুনঃ