NSI Exam Question Solution 2024 | Watcher Constable Question Solve

NSI question solution 2024 available and 100% correct solution in this blog. Watcher Constable Question Solve 2024. All NSI exam held in Dhaka. NSI job is a first class job in Bangladesh. Which has huge demand and respect. This is basically a job under the Prime Minister’s Office by http://nsi.teletalk.com.bd

We believe that our publication info helps the work seekers United Nations agency are finding a higher job. Our main target becomes a fiduciary job circular website in an Asian country by publication an actual update that helps the state folks. We tend to Publish all Jobs Circular every day! like government Jobs in an Asian, country, Bank Jobs in Asian country, personal Jobs in Asian country, International NGO Jobs in Asian country, personal Company Jobs in Asian country, personal University Jobs in Asian country and different jobs news supports are accessible here on our website.

NSI Exam Question Solution 2024

National Security Intelligence (NSI) Exam Question Solution 2024, NSI Under Prime Minister’s Office (PMO) Exam Question Solution 2024, NSI Job Exam Question Solved 2024, NSI Exam Question With Answer 2024, NSI MCQ Question Solution 2024, NSI Exam Question 2024 PDF.

Watcher Constable Question Solution

Assistant Director Exam Bangla Question Solution

1. নিচের কোন শব্দযুগল বিপরীতার্থক? – উন্মীলন- নিমীলন ( উন্মীলন অর্থ প্রকাশিত আর নিমীলন অপ্রকাশিত)

2. নিচের কোনটি ফারসি উপসর্গ? – কম

3. রাতে তারা দেখা যায়-এ বাক্যে “রাতে কোন কারকে কোন বিভক্তি? – অধিকরণে ৭মী ( এটি কালাধিকরণের উদাহরণ। যেমন প্রভাতে সুর্য ওঠে)

4. নাতিশীতােষ্ণ কোন সমাসের উদাহরণ? – নঞ তৎপুরুষ (ব্যাসবাক্যঃ নয় শীত নয় উষ্ণ)

5. নিচের কোনটির তৎপুরুষ সমাসের উদাহরণ? – সােনার তরী

6. কৃপাণ শব্দের সমার্থক শব্দ কোনটি? – তরবারি

7. বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে- তুর্কি

8. মৌন শব্দের বিপরীত শব্দ কোনটি? – মুখর

9. “Defendant”শব্দের বিপরীত শব্দ কোনটি? – বিবাদি (defendant এর অর্থ – সমর্থক, রক্ষক, প্রতিবাদী, আসামী, আসামি, বিবাদী, অভিযুক্ত ব্যক্তি)

10. হাড়ে বাতাস লাগা বাগধারাটির অর্থ কী? – কোনোটিই নয় (সঠিক অর্থ স্বস্তি পাওয়া)

11. উত্থাপন শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? – উৎ+স্থাপন

12. কুহক শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? – কুহকিনী ( এটি নী, ঈনী-প্রত্যয় যােগে গঠিত ; যেমনঃ মায়াবীমায়াবিনী, কুহক-কুহকিনী, যােগী-যােগিনী, মেধাবী-মেধাবিনী, দুঃখী-দুঃখিনী)

13. নিচের কোন বানানে স্বভাবতই মূর্ধন্য হয়? – বাণ

14. কাঁদনা> কান্না কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ? – সমীভবন (দুটি ব্যঞ্জনধ্বনির একে অপরের প্রভাবে পরিবর্তিত হয়ে সমতা লাভ করলে তাকে সমীভবন বলে)

15. নিচের কোন শব্দটি সমাসের মাধ্যমে গঠিত হয়েছে? – আমরা (এটি একশেষ দ্বন্দ্বের উদাহরণ)

16. যুব সন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত কে? – ঈশ্বরচন্দ্র গুপ্ত

17. বার্ধক্য তাহাই যাহা- পুরাতনকে ,মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়াইয়া পড়িয়া থাকে-অতিথি কাজী নজরুল ইসলামের কোন রচনার অংশ বিশেষ? – যৌবনের গান

18. নিচের কোন গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত? – অতসী মামী

19. কবি জসীম উদ্দীন রচিত বিখ্যাত রুপাই কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া? – নকশী কাঁথার মাঠ

20. ঐতিহাসিক ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক কে ছিলেন? – চন্দ্রকুমার দে

Assistant Director Exam English Solution

Find Odd word:

Ans: Raucous (Dulcet=Mellifluous=Melodious=Harmonious)
Ans: Average (Magnificent=Glorious=Splendid=Outstanding)
Ans: Limpid (Obscure=Ambiguous=Wispy=Vague)
Ans: Significant (Paltry=Negligible=Immaterial= Trivial)
Ans: Consent (Discord=Conflict=Friction=Dispute)

Fill in the gap in the text (6-10)

Geological deposits of salt were formed millions of years ago, when what is now land, lay under the sea. It is hard to believe that salt is now such a cheap …….. (commodity), because centuries ago it was the commercial ……..(equivalent) of today’s oil. The men who mined salt became wealthy and, despite the risk, a job in a salt mine was highly ……..(coveted) . Nowadays, the specific micro climates in disused mines have been ……..(exploited) for the treatment of respiratory illnesses such as asthma, and the silent, dark surroundings in a mine are considered …….. in encouraging patients to relax.

Sentence Correction

There is no mother but loves her child- No error
I need to buy some equipment- No error
I would rather die than bribe- No error
The picture has hung on the wall- (Incorrect: has)
I prefer tea than coffee in the morning- (Incorrect- than)

Closest Meaning

Cats and dogs- heavily
looked into- investigate
deny- refuse
for good- forever
out of order- None

Assistant Director Exam Math Solution

41. ২ক2-১৬+৮=০ হলে ক এর সম্ভাব্য মানফলের যােগফল কত ? –

42. একটি ঝুড়িতে রাখা আম কমলা ও লিচুর অনুপাত যথাক্রমে 2:3:2. ঝুড়ি থেকে কিছু আম সরানাে হলাে এবং নতুন কিছু কমলা ও লিচু রাখা হলাে। এতে করে ঝুড়িতে আম কমলা ও লিচুর অনুপাত যথাক্রমে 9:54. ঝুড়িতে পরবর্তীতে যােগ করা লিচুর সংখ্যা সর্বনিম্ন কত? –

43. আবুলের সাপ্তাহিক বেতন 16% বৃদ্ধি পেলে তিনি প্রতি মাসে ৪12 টাকা উপার্জন করতে পারেন যদি তার সাপ্তাহিক বেতন 10% বৃদ্ধি পেত, | তিনি প্রতি মাসে কত টাকা উপার্জন করতেন? – ৭৭০

44. একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য 3 মিটার হলে ঘনকের সমতলের ক্ষেত্রফল কত বর্গমিটার? – ৫৪

45. একটি ঘড়িতে যখন সকাল 10:12 তখন ঘন্টা 5 মিনিটের কাটার মধ্য কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? – ১২৬

46. একটি ক্লাসের n সংখ্যক ছাত্রের 50% বাংলা বিষয়ে পাস করেছে , অন্য একটি ক্লাসের 100 জন ছাত্রের 60% বাংলা বিষয়ে পাশ করেছে। দুই ক্লাসের মােট 55% ছাত্র বাংলা বিষয়ে পাশ করলে, দুই ক্লাসের মােট ছাত্র সংখ্যা কত ? – ২০০

47. X এর সকল মানের জন্য (nx+2) (bx+7) = 15×2+CX+14 এবং a+b=4 হলে, c এর মান কত হতে পারে? – ৩১, ৪১

48. একটি খাবারের দোকানে দুই ধরনের খাবার পাওয়া যায় যার মূল্য 35 টাকা ও 20 টাকা, একদিনে দুই ধরনের মােট 209 টি খাবার বিক্রি করে ৪365 টাকা পাওয়া গেলে, 65 টাকা মূল্যের খাবার কয়টি বিক্রি হয়েছিল? – ৯৩

49. আশা 300 টাকা কেজি দরে খেজুর বিক্রি করে আসাদের ত্রুটিপূর্ণ পাল্লা 900 গ্রামকে এক কেজি দেখায় । রমজান মাসে 10% মূল্য হ্রাসে | খেজুর বিক্রি করে কোন লাভ বা লােকসান না করলে খেজুর এর ক্রয় মূল্য কত টাকা? – কোনটিও নয়

50. সজিব তার বাসা থেকে 4 কিলােমিটার দূরে লােকালয়ে গিয়ে ফেরত আসলাে যাবার পথে তার 50 মিনিট সময় লাগলেও ফেরত আসার | সময় তার গতি 10% কমে গেলে দোকানে আসা যাওয়াতে সজীবের মত কত মিনিট লাগলাে? – ১০৬

51. 180 মিটার দীর্ঘ একটি ট্রেন 54 কিলােমিটার ঘন্টা বেগে 720 মিটার দীর্ঘ একটি টানেলে প্রবেশ করলে টানেলটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? – ৬০ সেকেন্ড

52. উত্তরঃ ১৪

53. দুটি ছক্কা একসাথে ফেলে প্রাপ্ত সংখ্যা দুটি যােগ করলে, যােগফল 10 হবার সম্ভাবনা কত? – কোনটিও নয়

54. যদি একটি সংখ্যা ক এর 120% অপর একটি সংখ্যা খ এর 80% হয় তাহলে (ক+খ) এর মান কত? – কোনটিও নয়

55. 5 লােক ও ৪ জন বালক একটি কাজ 10 দিনে শেষ করতে পারে। যদি ঐ কাজ 26 জন লােক ও 48 জন বালক 2 দিনে শেষ করতে পারে তাহলে 15 জন লােক ও 20 জন বালক ঐ কাজ কতদিনে শেষ করবে? – ৪ দিন

56. সেলিম 6% সরল সুদে 10000 টাকা বিনিয়ােগ করে আর কত টাকা 9% সরল সুদে বিনিয়ােগ করলে সে মােটের ওপর 7% হারে সুদ পাবে? – কোনটিও নয়

57. ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6, ৪ ও 10 মিটার হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দু দুটির দূরত্ব কত মিটার? –

58. আবুর মাসিক আয় বাবুর মাসিক আয় থেকে 40 শতাংশ বেশি এবং বদির মাসিক আই এর 7/8 অংশ। বাবুর মাসিক 5000 টাকা হলে তাদের তিনজনের মােট মাসিক আয় কত? – ২০০০০ টাকা

59. একটি কুরিয়ার সার্ভিস প্রথম 10 কেজি পণ্য পরিবহনের জন্য প্রতি কেজিতে 5 টাকা এবং 10 কেজির উপরে প্রতি কেজিতে 3 টাকা ফি | নেয়, 27 কেজি পণ্য পরিবহনে ফি কত হবে ? – কোনটিও নয়

60. Q এর মান কত হলে 4Y2-2y+16 একটি পূর্ণবর্গ হবে? – ১৬

Assistant Director Exam GK Solution

61. আদরেল জ্ঞরম্ভিরন্থপতি কে? – আজিজুল জলিল পাশা

62. স্বাধীনতার ঘােষণাপত্র সংবিধানের কততম সংশােধনীতে সংযােজিত হয়? – ১৫ তম

৬৩. বাংলাদেশে সবচেয়ে বেশি ঋণ গ্রহণ করে নিচের কোন সংস্থাটি থেকে? – IDA ( International Development Association)

৬৪. ‘বার্ডি’ ও ‘বগি’ শব্দ দুটি কোন খেলার সাথে সম্পর্কযুক্ত? – গলফ

৬৫. বাংলাদেশ পাট ও ছত্রাকের জীবনরহস্য উন্মােচনের স্বীকৃতি লাভ করে কোন প্রতিষ্ঠান এর কাছ থেকে? – WIPO ( World Intellectual Property Organization)

৬৬. দেশের প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনাল কোথায় স্থাপিত হয়েছে? – মহেশখালী

৬৭. সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? – ঢাকা

৬৮. “জাতীয় মূল্য সংযােজন কর দিবস” কত তারিখে উদযাপিত হয়? – ১০ ডিসেম্বর

৬৯, আমাজন বনভূমি কোন ধরনের বনভূমি? – গ্রীষ্মমণ্ডলীয় ঘনবর্ষণ বনাঞ্চল

৭০. সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ দ্বারা ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে? – ৪১ নং

৭১. নিচের কোন দেশটি মিলেনেশিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত? – ফিজি (মিলেনেশিয়া : পুর্ব তিমুর • ফিজি • পাপুয়া নিউগিনি • সলােমন দ্বীপমালা • ভানুয়াতু)

৭২. শিল্পোন্নত দেশগুলাের সংগঠন জি-7 এ কোন দেশটি একবার যােগদান করে পরে আবার বের হয়ে গেছে? – রাশিয়া

৭৩. এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় দেশ সমূহের পল্লী উন্নয়নে গঠিত সংগঠন CIRDAP নিচের কোন প্রতিষ্ঠানটির উদ্যোগে গঠিত হয়? – Food and Agriculture Organization (FAO)

৭৪.ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণের জন্য নিচের কোন সনদ স্বাক্ষরিত হয়? – কিয়ােটো প্রটোকল

৭৫, প্রাচীনকালে বাণিজ্যে ব্যবহৃত সিল্ক রুটের পূর্বপ্রান্ত কোথায় এসে শেষ হয়েছে? – চীন

৭৬. সাবেক সােভিয়েত ইউনিয়ন হতে আলাদা হওয়া মুসলিম প্রজাতন্ত্র কোনটি? – তাজিকিস্তান

৭৭. ঐতিহাসিক ”ফ্রিডম স্কয়ার” কোন শহরে অবস্থিত? – কোনটিও নয় (সঠিক হবে তিবলিশ, জর্জিয়া)

৭৮. নিচের কোনটি ওপেন সাের্স অপারেটিং সিস্টেম – Ubuntu

৭৯, একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপে এক ইনিংসে দলীয় সর্বনিম্ন রান করেছেন কোন দেশ? – কোনটিও নয় (সঠিক উত্তর কানাডা, রানঃ ৩৬)

৮০. নিচের কোন বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতা অস্কার পুরস্কার লাভ করেছেন? – কোনটিও নয়

Post name:  Office Soyahak Question Solve

বাংলা অংশ সমাধানঃ

সঠিক বানান চিহ্নিত করুনঃ

১. উত্তরঃ অতিথি

২. উত্তরঃ সমীচীন

৩. উত্তরঃ নৃশংস

৪. উত্তরঃ শারীরিক

৫. উত্তরঃ প্রবীণ

সন্ধি বিচ্ছেদ করুনঃ

৬. নব + অন্ন = নবান্ন

৭. ইতি + আদি = ইত্যাদি

শব্দের অর্থ নির্ণয় করুনঃ

৮. নিঝুম= উত্তরঃ নীরব

৯. সংকল্প= উত্তরঃ প্রতিজ্ঞা

১০. বিহঙ্গ= উত্তরঃ পাখি

১১. অবলা= উত্তরঃ নিরীহ

১২. দামিনী= উত্তরঃ বিদ্যুৎ

১৩. সাদৃশ্য= উত্তরঃ মিল

বাগধারার অর্থ নির্ণয় করুনঃ

১৪. ব্যাঙের আধুলি= উত্তরঃ সামান্য অর্থ

১৫. ননীর পুতুল= উত্তরঃ শ্রম বিমুখ 

১৬. কাক ভুশণ্ডী= উত্তরঃ দীর্ঘজীবী  

১৭. দুধে ভাতে থাকা= উত্তরঃ সুখে থাকা

১৮. ‘যত বড় মুখ নয় তত বড় কথা’- এখানে ‘মুখ’ কী অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তরঃ ক্ষমতা  

১৯. কোন শব্দটির অর্থ ‘প্রবল আগ্রহী’? উত্তরঃ উদগ্রীব 

২০. এক কথায় প্রকাশঃ এক মায়ের সন্তান যারা= উত্তরঃ সহোদর

সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ

২১. বরেন্দ্র জাদুঘর কোন জেলায় অবস্থিত? উত্তরঃ রাজশাহী

২২. কোন দেশের জনসংখ্যা সবচেয়ে বেশী? উত্তরঃ চীন

২৩. মিয়ানমারের মুদ্রার নাম কি? উত্তরঃ কিয়াট

২৪. আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির সুরকার কে? উত্তরঃ আলতাফ মাহমুদ

২৫. রানীক্ষেত রোগ কোন প্রাণীর সাথে সম্পর্কিত? উত্তরঃ মুরগী

২৬. আয়নাতে কাঁচের পেছনে কোন ধাতু ব্যবহৃত হয়? উত্তরঃ পারদ

২৭. বাকিংহাম প্রাসাদ কোন দেশে অবস্থিত? উত্তরঃ যুক্তরাজ্য

২৮. বাংলাদেশে বুদ্ধিজীবী দিবস কবে পালিত হয়? উত্তরঃ ১৪ ডিসেম্বর

২৯. আমার সোনার বাংলা’ কবিতার কয়টি চরণ আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে? উত্তরঃ ১০ লাইন

৩০. বলধা গার্ডেন কোন জেলায় অবস্থিত? উত্তরঃ ঢাকা

৩১. অলিম্পিক গেমস কত বছর পর পর হয়? উত্তরঃ ৪ বছর

৩২. নিচের কোন উপাদান হাড় মজবুত করতে সাহায্য করে? উত্তরঃ ক্যালসিয়াম

৩৩. সবচেয়ে বড় গ্রহ কোনটি? উত্তরঃ বৃহস্পতি

৩৪. বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি? উত্তরঃ আম গাছ

৩৫. পহেলা বৈশাখ ইংরেজী ক্যালেন্ডার অনুযায়ী কবে পালিত হয়? উত্তরঃ ১৪ এপ্রিল

৩৬. বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে? উত্তরঃ তাজউদ্দীন আহমেদ 

৩৭. গারো পাহাড় কোন জেলায় অবস্থিত? উত্তরঃ শেরপুর ( এছাড়া ময়মনসিংহ ও সুনামগঞ্জ জেলায় এর কিছু অংশ আছে)

৩৮. ভুটানের রাজধানীর নাম কী? উত্তরঃ থিম্পু 

৩৯. বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে? উত্তরঃ ২ টি

৪০. বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কত? উত্তরঃ ৫ঃ৩ 

ইংরেজী অংশ সমাধানঃ

Find the meaning of the English word:

৪১. Calm= উত্তরঃ শান্ত

৪২. Incredible= উত্তরঃ অবিশ্বাস্য

৪৩. Delight= উত্তরঃ আনন্দ

৪৪. Obvious= উত্তরঃ সুস্পষ্ট

৪৫. Relevant= উত্তরঃ প্রাসঙ্গিক 

Identify the correctly spelt word:

৪৬. উত্তরঃ Knives 

৪৭. উত্তরঃ Pollution

৪৮. উত্তরঃ Separate

৪৯. উত্তরঃ Athlete

৫০. উত্তরঃ Gender

Fill in the gaps:

৫১. Grandma is always —when she receives a letter. Ans: happy

৫২. My father —-newspaper after getting up. Ans: reads

৫৩. They—— to Sylhet next year. Ans: are going

৫৪. They travelled to savar—foot. Ans: on 

৫৫. Be—–! The street is slippery. Ans: careful

৫৬. I usually —–the Television in the evening. Ans: watch 

৫৭. The girl —wearing red dress is my sister. Ans: who

৫৮. How —- rice is there? Ans: much 

৫৯. He —-before the party began. Ans: had left

৬০. Your performance is—–than it was a month ago. Ans: worse

গণিত অংশ সমাধানঃ

৬১. উত্তরঃ ৩০

৬২. উত্তরঃ ৭৫

৬৩. উত্তরঃ ০

৬৪. উত্তরঃ ৩২

৬৫. উত্তরঃ ৬৪ মিটার

৬৬. উত্তরঃ ২০%

৬৭. উত্তরঃ ২০০০০ টাকা

৬৮. উত্তরঃ ৪০%

৬৯. উত্তরঃ (১, ০)

৭০. উত্তরঃ কোনটিও নয় ( সঠিক ৩৭ হবে)

৭১. উত্তরঃ ২

৭২. উত্তরঃ ২২০ ডিগ্রী

৭৩. উত্তরঃ ৭০%

৭৪. উত্তরঃ ৫০

৭৫. উত্তরঃ ১৬

৭৬. উত্তরঃ ৪০০

৭৭. উত্তরঃ ৭/১৫

৭৮. উত্তরঃ ১৮

৭৯. উত্তরঃ ৮%

৮০. উত্তরঃ ২.৫ বছর

Post Name: Office assistant cum computer typist

বাংলা অংশ সমাধানঃ

সন্ধি বিচ্ছেদ করুনঃ

১. নব + অন্ন = নবান্ন

২. ক্ষুধা + ঋত = ক্ষুধার্ত

৩. জন + এক = জনৈক

বানান শুদ্ধ করুনঃ

১. পরোপকার

২. দুর্বিনীত

৩. তেজস্ক্রিয়তা

এক কথায় প্রকাশ করুনঃ

উপকারীর অপকার  করে যে- কৃতঘ্ন

বলিবার ইচ্ছা- বিবক্ষা

শব্দের অর্থ লিখুনঃ

নিকেতন অর্থ কি? গৃহ

কাক ভুশণ্ডী অর্থ কি? দীর্ঘজীবী  

সাধারণ জ্ঞান অংশ সমাধান

মিয়ানমারের মুদ্রার নাম কি?- কিয়াট

ওমানের রাজধানীর নাম কি? মাস্কট

শ্রীলংকার রাজধানীর নাম কি? কলম্বো

UNDP এর সদর দপ্তর কোথায়? – নিউইয়র্ক

তিয়েনমেন স্কোয়ার কোথায়? – বেইজিংয়ে

বাংলাদেশ বিমানের ৪র্থ ড্রিমলাইন এর নাম?  রাজহংস

পর্যটন দিবস কবে? –২৭ সেপ্টেম্বর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কোথায়? রংপুর

বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন? ক্যাপ্টেন মনসুর আলী

বিশ্বের ফুসফুস বলা হয় কোন বনকে? আমাজান

যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? বরিস জনসন

গারো পাহাড় কোন জেলায় অবস্থিত? উত্তরঃ ময়মনসিংহ

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাসভবন —–নং ডাইনিং স্ট্রিট। উত্তরঃ ১০

বাংলাদেশের কোন নদীর নিচে দিয়ে রাস্তা তৈরি হচ্ছে? উত্তরঃ কর্ণফুলী

ডেঙ্গু হলে রক্তে কোনটির অভাব হয়? উত্তরঃ অনুচক্রিকা

মোবাইলে সিমে থাকে Subscriber Identity —–উত্তরঃ Module

ঈশা খাঁর শাসন আমলে বাংলার রাজধানী ছিল? উত্তরঃ সোনারগাঁও