Register for Police movement pass | movement pass police gov bd Link

Register for Police movement pass from https://movementpass.police.gov.bd. Bangladesh Police today launched an app named “Police Movement Pass” for citizens, who will need to go out of home for emergencies during the weeklong lockdown to be imposed from July 1.

Inspector General of Police (IGP) Dr Benazir Ahmed inaugurated the app at Bangladesh Police Auditorium in city’s Razarbagh.

Register for Police movement pass

The police chief at the program said citizens, who will have to come out of home during the lockdown, have to collect the pass from the app as it is being launched to curb unnecessary movement of the people on the streets.

“Any citizen can easily collect the pass by submitting a couple of information on the movement pass app,” he said.

Dr Benazir Ahmed emphasized on national unity to tackle the second wave of Covid-19, saying, “The government has already taken different initiatives, but there is no alternative to personal awareness. We all should sincerely follow the health safety guideline.”

movementpass.police.gov.bd Registration Link

Any citizen can apply for the pass by logging on to www.movementpass.police.gov.bd website. First the applicant have to give an active mobile phone number and following that, he/ she needs to give some information including starting point and destination and later he/she has to upload a photograph.

১। কিভাবে আমি মুভমেন্ট পাস পাব?
উত্তরঃ মুভমেন্ট পাসের জন্য প্রথমে রেজিস্ট্রেশন করুন।‌ রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হলে পাস এর জন্য আবেদন করুন। প্রয়োজনীয় তথ্য প্রদানের পর যাচাই বাছাইয়ের জন্য ১০ মিনিট অপেক্ষা করুন। নির্দিষ্ট সময় শেষ হলে, পাস সংগ্রহ অংশ থেকে আপনার কাংখিত পাসটি সংগ্রহ করুন।

২। আমি কি আগাম পাস ইস্যু করতে পারব?
উত্তরঃ একদিনে আপনি মাত্র একটিমাত্র পাস ইস্যু করতে পারবেন। সেটি ঐদিনের জন্য হতে পারে বা অন্য যে কোনো নির্দিষ্ট তারিখের হতে পারে।

৩। মুভমেন্ট পাস নিয়ে কি আমি যেখানে খুশি সেখানে যেতে পারবো?
উত্তরঃ কেবলমাত্র জরুরি প্রয়োজন ছাড়া দূরবর্তী স্থানে যাতায়াত থেকে বিরত থাকুন।

৪। মুভমেন্ট পাস কি প্রিন্ট করে সাথে রাখতে হবে?
উত্তরঃ না। পাসটি যার নামে ইস্যু হয়েছে শুধুমাত্র সেই ব্যক্তিই উক্ত পাশ দিয়ে চলাচল করতে পারবেন। তবে কেউ ড্রাইভারসহ গাড়ি নিয়ে বের হতে চাইলে আবেদনের সময় ড্রাইভারের প্রয়োজনীয় তথ্য প্রদান করা সাপেক্ষে তার পাসটি সংশ্লিষ্ট ড্রাইভারও ব্যবহার করতে পারবে।‌ তবে সেক্ষেত্রে ড্রাইভারের কাছে অবশ্যই পাশের একটি কপি ও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

৫। লকডাউন চলাকালীন বাইরে যাতায়াতের জন্য শুধুমাত্র মুভমেন্ট পাস সাথে রাখাই কি যথেষ্ট?
উত্তরঃ না। মুভমেন্ট পাশের সাথে আপনাকে অবশ্যই ফর্মে প্রদানকৃত মোবাইল নম্বর এবং পরিচয়পত্রটি সাথে রাখতে হবে। অন্যথায় মুভমেন্ট পাসটি অকার্যকর বলে বিবেচিত হবে।

৬। একটি পাশ থেকে একাধিক ব্যক্তি চলাচল করতে পারবে?
উত্তরঃ না। পাসটি যার নামে ইস্যু হয়েছে শুধুমাত্র সেই ব্যক্তিই উক্ত পাশ দিয়ে চলাচল করতে পারবেন। তবে কেউ ড্রাইভারসহ গাড়ি নিয়ে বের হতে চাইলে আবেদনের সময় ড্রাইভারের প্রয়োজনীয় তথ্য প্রদান করা সাপেক্ষে তার পাসটি সংশ্লিষ্ট ড্রাইভারও ব্যবহার করতে পারবে।‌ তবে সেক্ষেত্রে ড্রাইভারের কাছে অবশ্যই পাশের একটি কপি ও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

৭। আমি কি গাড়ি নিয়ে বের হতে পারব?
উত্তরঃ হ্যাঁ। আপনি গাড়ি নিয়ে বের হতে পারবেন। তবে সেক্ষেত্রে পাসের জন্য আবেদনের সময় নির্দিষ্ট স্থানে গাড়ির নাম্বার প্রবেশ করাতে হবে। ড্রাইভারসহ বের হলে ফর্মের নির্দিষ্ট অংশে ড্রাইভারের জন্য প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।

HOW TO APPLY

>> Visit ‘https://movementpass.police.gov.bd/’ and apply for the pass.

>> Provide an active mobile number. Applicants will be asked from where they want to travel to what destination. Applicants will be required to upload a photo and then submit the form.

>> After the movement pass is issued based on the information provided, applicants will be able to download it from the website.

>> Travellers have to show their pass to police officials while moving outside.

>> National IDs, driving licences, passports, birth certificates or student identification cards will be accepted as proof of identity.

>> The pass will be required to travel outside Dhaka while multiple passes will not be issued on a single phone number.

>> A pass has to be acquired for every time a person wishes to travel, meaning a pass will be valid for use only once, while separate cards have to be issued for travelling out and in.

>> IGP Benazir mentioned that journalists will not require any pass for movement.

Based upon the information, he or she will be given the pass, which will have to be downloaded from the website.