আধুনিক শ্রেণিকরণ পদ্ধতিতে অ্যামিবা ও মাশরুম কোন রাজ্যের অন্তর্গত, এদের বৈশিষ্ট্য লিখ।
উত্তর :
আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে অ্যামিবা প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত এবং মাশরুম ছত্রাকের অন্তর্গত।
মনেরা রাজ্যের বৈশিষ্ট্য
ক) এরা এককোষী
খ) সুগঠিত নিউক্লিয়াসযুক্ত
গ) একক বা দলবদ্ধভাবে থাকতে পারে না।
ছত্রাকের বৈশিষ্ট্য
ক) দেহে ক্লোরোফিল না থাকায় এরা বর্ণহীন বা সাদা।
খ) নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না।
গ) এরা আলো ও অন্ধকার উভয় পরিবেশে বাঁচতে পারে।
ঘ) এদের কোষপ্রাচীর কাইটিন দিয়ে তৈরি।
ঙ) এদের পাতা ও কাণ্ড অনুপস্থিত।