দানাদার ইউরিয়ার পরিবর্তে গুটি ইউরিয়া ব্যবহার সুবিধাজনক ব্যাখ্যা কর | Class 8 3rd week assignment solution
দানাদার ইউরিয়ার পরিবর্তে গুটি ইউরিয়া ব্যবহার সুবিধাজনক ব্যাখ্যা কর
কৃষিকাজে বিশেষ করে ধান চাষে অনেক সার ব্যবহার করতে হয়। এরমধ্যে নাইট্রোজেন সম্বলিত ইউরিয়া প্রধান। দানাদার ইউরিয়া সারকে সাশ্রয়ী ভাবে ব্যবহার করার জন্য এটিকে মেশিনের সাহায্যে গুটি ইউরিয়াতে রুপান্তর করা হয়। দানাদার ইউরিয়া ব্যবহারে অসুবিধার কারণে গুটি ইউরিয়া ব্যবহার প্রয়োজন দেখা দেয়।
দানাদার ইউরিয়ার পরিবর্তে গুটি ইউরিয়া ব্যবহার সুবিধাজনক তা ব্যাখ্যা করা হলঃ
গুটি ইউরিয়া ফসলে এক মৌসুমে একবার ব্যবহার করা হয় অন্যদিকে দানাদার ইউরিয়া কিস্তিতে কয়েকবার প্রয়োগ করতে হয়।
গুটি ইউরিয়া ব্যবহারের মাধ্যমে ২০ থেকে ৩০ ভাগ নাইট্রোজেন সাশ্রয় হয় অন্যদিকে দানাদার ইউরিয়া ব্যবহারে নাইট্রোজেন সাশ্রয় কম হয়।
গুটি ইউরিয়া ব্যবহারের খরচ কম হয় এবং সারের অপচয় কম হয় অন্যদিকে দানাদার ইউরিয়া ব্যবহারের খরচ এবং অপচয় দুটোই বেশি হয়।
গুটি ইউরিয়া ব্যবহারের ফলে গাছের নাইট্রোজেন সরবরাহ ধীরে ধীরে হওয়ার ফলে ফলন ১৫ থেকে ২০ ভাগ বৃদ্ধি পায় অন্যদিকে দানাদার ইউরিয়া ব্যবহারের ফলে ফলন একটু কম হয়।
তাই বলা যায় দানাদার ইউরিয়ার পরিবর্তে গুটি ইউরিয়া ব্যবহার সুবিধাজনক ।