রুট সটক ও সায়ন বলতে কী বুঝ?

রুট স্টক ও সায়নের জোড়া লাগানো পদ্ধতিকে জোড়া কলম বলে। জোড়া কলম প্রধানত দুই ধরনের হয়। যেমনঃ যুক্ত জোড়া কলম ও বিযুক্ত জোড়া কলম। জোড়া কলম এর মাধ্যমে বর্তমানে আম,  তেজপাতা,  সফেদা প্রভৃতি গাছের বংশবিস্তার করা হচ্ছে।

জোড়া কলম এর প্রধান দুটি অংশ হলোঃ

১) রুট স্টকঃ অনুন্নত যে গাছের সঙ্গে জোড়া লাগানো হবে সে গাছটিকে রুট স্টক বলে।

২) সায়নঃ যে অঙ্গে উন্নত জাতের গাছের স্টকের সঙ্গে লাগানো হবে তাকে বলা হয় সায়ন