ঢাকা ও টোকিওর স্থানীয় সময়ের ব্যবধান ৩ ঘন্টা ১৭ মিনিট ১৬ সেকেন্ড। টোকিওর দ্রাঘিমা ১৩৯° ৪৫ পূর্ব হলে ঢাকার দ্রাঘিমা কত?

ঢাকা ও টোকিও সময়ের ব্যবধান 3 ঘণ্টা 17 মিনিট 16 সেকেন্ড।

সুতরাং, 3 ঘন্টা 17 মিনিট 16 সেকেন্ড

=(3×60+17) মিনিট 16 সেকেন্ড
[এক ঘন্টা=60 মিনিট]

=197 মিনিট 16 সেকেন্ড

আমরা জানি,

4 মিনিটে দ্রাঘিমার পার্থক্য=1°

1 মিনিটে দ্রাঘিমার পার্থক্য=1/4°

197 মিনিটে দ্রাঘিমা পার্থক্য=1×197/4°

=49°.15′

আবার,

4 সেকেন্ডে দ্রাঘিমার পার্থক্য=1′

1 সেকেন্ডে দ্রাঘিমার পার্থক্য=1/4′

16 সেকেন্ডে দ্রাঘিমার পার্থক্য=1×16/4

=4′

সুতরাং 197 মিনিট 16 সেকেন্ডে মোট দ্রাঘিমার পার্থক্য=(49°.15’+4′)

= 49°.19′

:ঢাকার পূর্বে টোকিও ,তাই ঢাকার দ্রাঘিমা=(139°45′- 49°19′)

=90°26′

আরও দেখুন….

নক্ষত্র পতন কাকে বলে? সৌরজগতের গ্রহ গুলির চিত্রসহ বর্ণনা দাও।