উদ্দীপকের II) নং বিক্রিয়া দুটি সম্পন্ন করে ধরণ ব্যাখ্যা কর
উত্তর: উদ্দীপকের (ii) নং বিক্রিয়াটি হল –
HCl(aq) + Al(OH)3(aq) =?
বিক্রিয়াটি সমতাকরণ পাই –
3HCl (aq) + Al(OH)3(aq)→ AlCl3 + 3H2O
এসিড + ক্ষার→ লবণ + পানি
এখানে তিন অনু হাইড্রোক্লোরিক এসিড (HCl) এক অনু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড (Al(OH)3) এর সাথে বিক্রিয়া করে এক অনু অ্যালুমিনিয়াম ক্লোরাইড (AlCl3) ও তিন অনু পানি উৎপন্ন করে।
আমরা জানি, এসিড ও ক্ষার পরস্পর বিক্রিয়া করে লবণ ও পানি অর্থাৎ নিরপেক্ষ যৌগ উৎপন্ন করলে, তাকে প্রশমন বিক্রিয়া বলে।
এখানে (HCl), Al(OH)3 এর সাথে বিক্রিয়া করে লবণ(AlCl3) ও পানি উৎপন্ন করেছে।
সুতরাং, (ii) নং বিক্রিয়াটি একটি প্রশমন বিক্রিয়া।