গৃহ কী? গৃহ না থাকলে আমরা কি কি সমস্যার সম্মুখীন হব
গৃহ কী: গৃহ মানুষের জীবনের প্রথম পরিবেশ। গৃহ এমন একটা স্থান যেখানে আমরা পরিবার বদ্ধ হয়ে বাস করি। গৃহ আমাদের মৌলিক চাহিদারগুলোর মধ্যে অন্যতম।
গৃহ না থাকলে আমরা কি কি সমস্যার সম্মুখীন হব: গৃহ না থাকলে আমারা যেসব সমসার সম্মুখীন হব তা তুলে ধরা হলঃ
(ক) গৃহ না থাকলে আমারা হিংস্র বন্য প্রাণীর আক্রমণ থেকে রক্ষা পেতাম না।
(খ) রোদ, বৃষ্টি, শীত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারতাম না।
(গ) গৃহ না থাকলে আমারা সারাদিনের ক্লান্তির পর বিস্রাম করার মতো উপযুক্ত পরিবেশ পেতাম না।
(ঘ) গৃহ না থাকলে আমাদের মৌলিক চাহিদারগুলো (খাদ্য, বস্র, চিকিৎসা) নিশ্চিত করার সম্ভব হতো না।
(ঙ) গৃহ না থাকলে পারিবারিক মূলোবোধ, স্নেহ, ভালোবাসা ও পারিবারিক বন্ধন অটুট থাকতো না।