এই পৃথিবীতে বিভিন্ন ধরনের পদার্থ রয়েছে। কোনটি কঠিন, কোনটি তরল আবার কোনটি বায়বীয়। এর মধ্যে আবার ভাগ রয়েছে কোনটি মৌলিক আবার কোন যৌগিক। মৌলিক পদার্থের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। চলুন জেনে ফেলি মৌলিক পদার্থ কাকে বলে।
মৌলিক পদার্থ কাকে বলে?
যেসব পদার্থ একটিমাত্র উপাদান দিয়ে তৈরি তাদেরকে মৌলিক পদার্থ বলে। যেমনঃ তামা, লোহ্ হাইড্রোজেন ,অক্সিজেন ইত্যাদি। আপনি এই সকল পদার্থ কে ভাংলে আর নতুন কোন পদারথ পাওয়া যাবেনা।
যে পদার্থকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তা-ই মৌলিক পদার্থ।
যেমন : হাইড্রোজেন (H2), সোডিয়াম (Na)।
হাইড্রোজেনকে যত ভাগে ভাগ করা হোক—হাইড্রোজেনই পাওয়া যাবে। একইভাবে সোডিয়ামকে ভাগ করলেও শুধু সোডিয়ামই পাওয়া যায়।
আরও দেখুনঃ
- খ) অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য লিখ।
- গ) উদ্দীপকে উল্লেখিত পদার্থগুলােকে প্রতীক ও সংকেতের সাহায্যে প্রকাশ করে মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ আলাদা কর।
- ঘ) উল্লেখিত পদার্থগুলাের মধ্যে কাকে সার্বজনীন দ্রাবক বলা হয়? কারণ বিশ্লেষণ কর।