উদ্দীপকের ঘটনা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র সমর্থন করে কি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও

ঘ. উদ্দীপকের ঘটনা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র সমর্থন করে কি? গাণিতিক বিশ্লেষনের মাধ্যমে মতামত দাও।

উত্তর:

ধাক্কা খাওয়ার পূর্বে মোট ভরবেগ,

= m1v1+m2v2

= (600×12) + (400×0)

= 7200+0

= 7200 kgms-1

আবার, ধাক্কা খাওয়ার পর মোট ভরবেগ,

=(m1+m2)V

=(600+400) x 7.2

= 1000 x 7.2

= 7200 kgms-1

ধাক্কা খাওয়ার পূর্বের ভরবেগ = ধাক্কা খাওয়ার পরের ভরবেগ

এখানে, গাড়িটির ভরবেগ, m1=600kg

পিকআপের ভর, m2=400kg

যেহেতু গাড়ীটি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, a1=0.2ms-2

সুষম ত্বরণে চলার পর, t1=60s

পিকআপ ভ্যানের সাথে ধাক্কা খায়, সেহেতু ধাক্কা খাওয়ার পূর্ব মুহুর্তে গাড়িটির বেগ,

U=0

V1=U+a1t1

=0+(0.2×60)

=12ms-1

আবার,

পিকআপ ভ্যানের আদিবেগ, V2=0

এবং ধাক্কা খাওয়ার পর মিলিত বেগ, V=7.2 ms-2

সুতরাং, উদ্দীপকের ঘটনা ভরবেগের সংরক্ষনশীলতার সূত্রকে সংরক্ষণ করে।

আরও দেখুনঃ

ক. নিউটনের তৃতীয় সূত্রটি বিবৃত কর।
খ. বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কেন- ব্যাখ্যা কর
গ. প্রথম গাড়িতে প্রযুক্ত বলের মান নির্ণয় কর