আইসােটোপ কাকে বলে?

কোন মৌলের একাধিক পরমানু যাদের পারমানবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বা সমস্থানিক বলে।

আইসােটোপ কাকে বলে?

কোনো মৌলের বিভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন বা পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরষ্পরের আইসোটোপ বলে।

যেমন,

হাইড্রোজেনের তিনটি আইসোটোপ হলো-
H= হাইড্রোজেন বা প্রোটিয়াম, D = ডিউটেরিয়াম, T = টিট্রিয়াম

কার্বনের তিনটি সমস্থানিক হল — 6C12 , 6C13 এবং 6C14

ক্লোরিনের দুটি সমস্থানিক হল —17Cl35 এবং 17C37

অক্সিজেনের তিনটি সমস্থানিক হল — 8O16 , 8O17 এবং 8O17

১. আইসোটোপ সমূহ একই মৌলের পরমানু।
২. তাদের পারমানবিক সংখ্যা তথা প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন। কারণ নিউট্রন সংখ্যা পরস্পর থেকে ভিন্ন।
৩. পারমানবিক সংখ্যা একই হওয়ায় পরস্পরের আইসোটোপসমূহ পর্যায় সারনিতে একই অবস্থানে থাকে। এজন্য এদের নাম আইসোটোপ । গ্রীক ভাষায় iso মানে একই এবং tope মানে স্থান।