তােমার এলাকায় জন্মে এমন ফুল, ফল, শাকসবজি ও মসলা জাতীয় ফসলের (পাঁচটি করে) তালিকা তৈরি কর এবং এগুলাের অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা কর।
উত্তর: আমার এলাকায় জন্মে এমন ফুল, ফল, শাকসবজি ও মসলা জাতীয় ফসলের পাঁচটি করে তালিকা তৈরি করা হলো –
- ফুল জাতীয় ফসল – গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, বেলি, হাসনাহেনা
- ফল জাতীয় ফসল– পেঁপে, কলা, লেবু, কিউই ফল, আনারস
- শাক সবজি জাতীয় ফসল– আলু, গাজর, শসা, পালং শাক, লাউ
- মসলা জাতীয় ফসল– পেঁয়াজ, রসুন, আদা, ধনিয়া, জিরা
উপরোক্ত ফসল গুলোর অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করা হলো –
ফুলের অর্থনৈতিক গুরুত্ব-
১. ফুল সহজে চাষ প্রক্রিয়া ও অভিযোজন যোগ্যতার কারণে এটি চাষের বহুল জনপ্রিয়তা রয়েছে।
২. ঝুলন্ত ঝুড়ি, মালা তৈরি, বিয়ে বাড়ির স্টেজ সাজানোর কাজে ব্যবহৃত হয় যার মাধ্যমে অর্থনৈতিকভাবে বিক্রেতা লাভবান হয়।
ফলের অর্থনৈতিক গুরুত্ব-
১. যেহেতু দেশি ফল হতে আমরা নানা ধরনের পুষ্টিমূল্য পেয়ে থাকি, তাই এর চাষ আমাদের জীবনের নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
২. ফলের উৎপাদন, বিপণন ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ অত্যন্ত শ্রমঘন কাজ বিধায় ;এগুলো কর্মসংস্থানের সৃষ্টি করে।
শাকসবজির অর্থনৈতিক গুরুত্ব-
১. বাজারে বিদ্যমান শাক সবজি বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায় খুব সহজেই।
২. শাকসবজি ও ফলমূল উৎপাদন করে কৃষিখাতের মধ্য দিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে অবদান রাখা যায়।
মসলার অর্থনৈতিক গুরুত্ব-
১. বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের রান্না কাজে সবচেয়ে বেশি ব্যবহার হয় মসলা।
২. মসলার দাম কম থাকায় সবার নাগালের মধ্যে থাকে।
উৎপাদন থেকে বাজারজাতকরণ প্রতিটি স্তরে অধিক পুঁজি ও প্রযুক্তির দরকার হয় বলে সারা বছর প্রচুর কাজের সৃষ্টি হয়। ফলে বেকার সমস্যা দূর করা যায়।
উপরোক্ত ফসলগুলো চাষে ব্যাপক অর্থনৈতিক গুরুত্ব রয়েছে।
ফুল, ফল, শাকসবজি ও মসলা জাতীয় ফসলের তালিকা ও মাটির প্রকারভেদ এই ছিল আজকের আয়োজন।