সাইকাস, সুপারি গাছ, মস, কাঠাঁল গাছ, সরিষা; ছকে উল্লিখিত উদ্ভিদগুলাে কোন ধরনের, তাদের বৈশিষ্ট্য লিখ।
উত্তর : এখানে সাইকাস, সুপারিগাছ, কাঁঠালগাছ, সরিষা সপুষ্পক উদ্ভিদ। নিম্নে সপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্য দেওয়া হলো—
ক) এদের ফুল ও ফল হয়।
খ) মূল, কাণ্ড ও পাতা রয়েছে।
গ) সপুষ্পক উদ্ভিদ শাখা-প্রশাখায় বিভক্ত থাকে।
ঘ) এরা আকারে বড়, শক্ত ও মজবুত হয়।
ঙ) নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে।
চ) এদের মূল মাটির অনেক গভীরে যায়।
এখানে মস অপুষ্পক উদ্ভিদ। নিম্নে অপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্য দেওয়া হলো—
ক) ফুল, ফল ও বীজ হয় না।
খ) দেহ, মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত থাকে না।
গ) নিজেদের খাদ্য নিজে তৈরি করতে পারে না।
ঘ) এদের কোনো কোনো উদ্ভিদের মূল হয় না।
ঙ) অপুষ্পক উদ্ভিদের মূল মাটির গভীরে যায় না।
চ) এরা আকারে ছোট ও নরম হয়।
আরও দেখুনঃ
- ১। বিজ্ঞান কী?
- ২। উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানি দরকার কিনা তার পরীক্ষার জন্য বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলাে কী কী হবে?
- ৩। তােমার একটি বইয়ের দৈর্ঘ্য ২০ সেমি, প্রস্থ ১৫ সেমি এবং উচ্চতা ১ সেমি. এরুপ ৫০টি বইয়ের আয়তন কত?
- ৪। আধুনিক শ্রেণিকরণ পদ্ধতিতে অ্যামিবা ও মাশরুম কোন রাজ্যের অন্তর্গত, এদের বৈশিষ্ট্য লিখ।